parbattanews

রোয়াংছড়িতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রোয়াংছড়ি প্রনিতিধি:

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বসবাসরত উচ্চ শিক্ষার লক্ষ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্বাবিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলেন অংশৈসিং মারমা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, খয়খয়সিং মারমা রাঙামাটি মেডিকেল কলেজ, চুসিংঅং মারমা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উঅংসাই মারমা ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং বম, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওরআলী’র (ওসি), প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, নোয়াপতং ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবাপ্রু মারমা প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামছুর আলম, উপজেলা তথ্য প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার মো. রাশেদুল আলম, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মংপু মারমাসহ সকল দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তারগণ।

Exit mobile version