রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমা : পিণ্ডচরণের মধ্য দিয়ে সম্পন্ন
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2020/11/IMG_20201102_095156-copy.jpg)
বান্দরবানের রোয়াংছড়িতে খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহার, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারসহ ৭৫টি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডচরণ ও পিণ্ডদানের মধ্যে দিয়ে শেষ হল প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
জানা যায়, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আষাঢ়ি পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমায় পর্যন্ত ৩ মাসব্যাপি আত্নসংযমের মাস হিসেবে বর্ষবাস করে থাকে ভিক্ষুদের। বর্ষবাস শেষে প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের মাধ্যমে শেষ করেন প্রবারণা পূর্ণিমা। এ উৎসবটি উপলক্ষে প্রতিটি বৌদ্ধ সম্প্রদায়ের গ্রামের যুবক যুবতীদের ঐতিহ্যবাহী নানান পিঠা তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করেন।
এছাড়া আরো আয়োজন করেন ফানুস বাজি উড়ানো, বুদ্ধ প্রতিবিম্ব স্নান, হাজারো প্রদীপ পূজা ও প্রদীপ প্রজ্বলন, কল্পতরু নিয়ে পাড়া প্রদক্ষিণসহ বিভিন্ন দানীয় বস্তু দিয়ে পূজা আর্চনা করা হয়। সোমবার (২ নভেম্বর) প্রবারণা সমাপনী দিনের বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীসহ সকল বয়সী ধর্মপ্রাণ মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।