parbattanews

রোয়াংছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আযোজনে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ।

মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আরও পৃথক পৃথক ভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংঠগনের নেতা কর্মীরাসহ শত শত জনসাধারণ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, খেয়াংসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণে নাচ গান পরিবেশন হয়। পায়রা উড়া এবং ফানুস উড়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

রবিবার(১৬ ডিসেম্বর) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফারহান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলাম, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর প্রমুখ।

Exit mobile version