parbattanews

রোয়াংছড়িতে মহা সাংগ্রাইং উপলক্ষে জলকেলি উৎসব উদযাপন

রোয়াংছড়ি প্রতিনিধি:

উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে মহা সাংগ্রাইং ধর্মীয় উৎসব উপলক্ষে জাতি বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহি জল কেলি ও জল খেলার অনুষ্ঠান বান্দরবানে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাঠে নানা রঙে সাজিয়ে এ জলকেলিতে অংশগ্রহণ করেন শিশু কিশোর হতে শুরু করে বিভিন্ন বসয়ের ৫শতাধিক নর নারী।

সোমবার অনুষ্ঠিত জলকেলি অনুষ্ঠানে  সাংগ্রাইং উদযাপন কমিটির আহ্বায়ক মংহাইনু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্ণামং মারমা, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. হোসনে মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলুপ্রু মারমা, ক্রীড়া আহ্বায়ক মংপু মারমা প্রমুখ।

জানা গেছে, রোয়াংছড়ি উপজেলাতে সাংগ্রাইং, বিঝু, বৈসু, বৈশাখী মেলা ও নববর্ষ হিসেবে পৃথক ভাবে পালিত হচ্ছে। ৫ দিনব্যাপী উদযাপিত অনুষ্ঠানে জাতি বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়রা সম্মিলিত ভাবে অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, কারবারী, হেডম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নর-নারী স্বতর্স্ফূত ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Exit mobile version