parbattanews

রোয়াংছড়িতে শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর সহধর্মিনী

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে প্রত্যন্ত দুর্গম পাহাড়ে বসবাসরত পাইক্ষ্যং পাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক ভাবে গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু মার্মা।

সোমবার (৪ ডিসেম্বর) সাড়ে ১২টায় রোয়াংছড়ির কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাশে উষার লাইব্রেরির সম্মুখ প্রঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে রোয়াংছড়ির ১নং সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র সহধর্মিনী মেহ্লাপ্রু মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সাইছামি লুসাই, রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, এমেচিং মার্মা, উমেনু মার্মা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, সহ-সভাপতি চহাইমং মারমা, শিশির তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ধীরেন ত্রিপুরা, মংখিংসাই মারমাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিসেস মেহ্লাপ্রু মারমা নিজ হাতে ১ হাজার ১২০টি গরীব দুঃস্থ পরিবারদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।

Exit mobile version