parbattanews

রোয়াংছড়িতে শেষ হলো ৩ দিনব্যাপী উদযাপিত সাংগ্রাই উৎসব

বান্দরবানের রোয়াংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহাসাংগ্রাই ও  বৈসাবি উৎসব উদযাপন উপলক্ষে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ।

বৌদ্ধ সম্প্রদায়ে প্রাণের উৎসব মহাসাংগ্রাই ও মাছে ভাতে বাঙালি প্রবাদ বাক্যের বাঙালিদের প্রাণের উৎসব বৈশাবিক বা ১লা বৈশাখ।

এ সম্প্রীতি উৎসবকে ঘিরে উদযাপিত অনুষ্ঠান উপলক্ষে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জলকেলি বা মৈত্রি পানি বর্ষণের মধ্যে দিয়ে ৩দিনব্যাপী উদযাপিত অনুষ্ঠান শেষ হয়েছে।

মঙ্গলাবার বিকালে অনুষ্ঠিত জলকেলি অনুষ্ঠানে মহাসাংগ্রাই উৎসব উদযাপন কমিটি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অংশৈমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদে অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চহ্লাইমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, বান্দরবানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক অংচলু, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো. তানজির আজাত প্রমুখ।

এছাড়া এলাকার স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version