parbattanews

রোয়াংছড়িতে ৩দিনের উন্নয়ন মেলা ২দিনে সমাপ্তি

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোয়াংছড়ি উপজেলা পরিষদ চত্বরের ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২দিনে সমাপ্তি ঘোষণা করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে উন্নয়ণ মেলা শুরু হয়ে শুক্রবার দুপুর দেড়টায় শেষ করা হয়।

শুক্রবার(১২জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওই মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম চৌধরী, রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হাবিবুন নেছা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা পুলুপ্রু মারমা, প্রাথামিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার মো. নুরুল নবী প্রমুখ।

এদিকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন বলেন, সারা দেশে যা উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে এরই মধ্যে অর্থমন্ত্রণালয় ও অর্থ বিভাগের ভুমিকা অপরিসীম। এই অর্থ দ্বারায় দেশ অতিদ্রুত ব্যাপক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে।

Exit mobile version