parbattanews

রোয়াংছড়ি কলেজে বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রেীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমার সঞ্চালনায় একাডেমিক পরিচালনা কমিটি আহ্বায়ক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উহাইসিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বইতিং।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারামা, বাংলা প্রভাষক লোহ ত্রিপুরা, পৌরনীতি বিভাগের প্রভাষক নয়ন তঞ্চঙ্গ্যা, ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রধান আলোচক নিরুপন চাকমা, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থনীতি বিভাগের প্রভাষক (খন্ডকালীন) নাংফ্রা খুমিন, লাইব্রেরিয়ান সিংম্যা মারমা।

এদিকে পৃথকভাবে বিজয় দিবস উদযাপন করেন উপজেলা আ.লীগ, উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আথুইমং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মো. গালিব চৌধুরী, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ আহমেদ। এছাড়া ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান, মেম্বারসহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version