parbattanews

রোয়াছড়িতে নারীবান্ধব আইজিএ প্রকল্প পরিদর্শনে রওশন আক্তার

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্প আওতায় সেলাই ও অটোমোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষমিতা খিসা, আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ।

মহাপরিচালক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদেরকে খোঁজ খবর নেন।

এসময় সেলাই কাজে প্রশিক্ষণার্থী আনুমা মারমা জানায়, এ প্রশিক্ষণ পেয়ে তার বেশ সুবিধে হয়েছে।

তিনি বলেন, কারণ আমরা এ প্রশিক্ষণ শেষে অন্তত কিছু না কিছু করতে পারব। আয়বর্ধক হিসেবে কাজে লাগিয়ে ছোটখাট ব্যবসায় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব।

Exit mobile version