parbattanews

লংগদুতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জাতিসংঘ অফিসের বাইরে রাঙামাটিতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় আরাকানিরা সহ আরাকান ন্যাশনাল পার্টির (এএনপি) নেতৃত্বে ৩শ’ মানুষ এতে অংশগ্রহণ করে।

বুধবারের এ প্রতিবাদ সমাবেশ থেকে জাতিসংঘের কাছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমাদের কথিত ‘সুরক্ষার’ দাবি জানানো হয়। এ খবর দিয়েছে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’।

মংডুর পুলিশ কর্মকর্তা মাজ কিয়াও মিয়া কর্তৃপক্ষ এ বিক্ষোভ মিছিলের অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মংডুর উপকণ্ঠে অবস্থিত জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কার্যালয়ে গিয়ে আরাকান থেকে বাংলাদেশে আসা চাকমা জনগোষ্ঠীর কথিত ‘সুরক্ষার’ দাবি জানিয়েছে।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকাডে ইংরেজিতে লেখা ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস! হোয়ার ইজ দ্য ইউএন? হোয়ার এজ দ্য হিউম্যান রাইটস? হোয়াট ইজ ইউএন ডুইং।’

এর অর্থ, আমরা ন্যায়বিচার চাই। কোথায় জাতিসংঘ? কোথায় মানবাধিকার? কী করছে জাতিসংঘ?

 

Exit mobile version