লংগদুতে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

fec-image

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে, দলীয় প্রভাব বিস্তার করে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবারি, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা মেরে দেওয়া, বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কাজে জড়িত থাকা ছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রুস্তম আলী ওরফে রুপচান নামক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৬ নম্বর ইয়ারাংছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী রুপচান মেম্বারের বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে বলেন, রুপচান মেম্বার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অধিক অর্থ নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ড দিবেন বলে নিয়মের বাহিরে গিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন