লংগদুতে “উন্মেষ” ও পিবিএল’র উদ্যোগে দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

fec-image

স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “উন্মেষ” ও “প্রো বেটার লিভিং বাংলাদেশ (পিবিএল)” এর যৌথ উদ্যোগে এবং আর্থিক সহায়তায় করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলার চাইল্যাতলী, মারিশ্যাচর ও পেটান্যামা ছড়া মৌজার তিনটি গ্রামের ৩৫টি কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল ১০ কেজি, পেঁয়াজ ১কেজি, লবণ ১ কেজি, সোয়াবিন তেল ১ কেজি সিদোল/নাপ্পি- আধা’ কেজি বাংলা সাবান ১টা।

শুক্রবার (১২জুন), জনসংহতি সমিতির ( জেএসএস) লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমার পরিচালনায় আতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাল্যাতলী মৌজার প্রবীন হেডম্যান বিন্দুময় চাকমা।

এছাড়া উপস্থিত ছিলেন, মারিশ্যাচর মৌজার কার্বারীদ্বয় বিনয় প্রসাদ চাকমা ও তপন জ্যোতি চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন