parbattanews

লংগদুতে কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লংগদু  প্রতিনিধি:

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, পুলিশ জনতা একসাথে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকেলে লংগদু থানা মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন শান্তির পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, পুলিশ নাগরিকের সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। নাগরিকদের প্রয়োজন পুলিশের সেবার কাজে সহযোগিতা করা। ফুটবল একটি জনপ্রিয় খেলা। আর খেলায় পারষ্পরিক সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে। পুলিশিং ফোরামের কাজে সকলকে এগিয়ে আসার আহাবান জানান উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মো.  মোস্তফা মিয়া, নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাবুল দাশ বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ, শিক্ষক রবি রঞ্জন চাকমা, মনিশংকর চাকমা, শাহ নজরুল ইসলাম ।

লংগদু পুলিশিং ফোরামের আয়োজনে উদ্বোধনী খেলায় লংগদু থানা একাদশ ৩-১ গোলে এএফসি স্পোটিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে উপজেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে।

Exit mobile version