লংগদুতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্তা গৃহবধূর আত্মহত্যা

fec-image

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে মোছা. বৃষ্টি আক্তার (১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

শনিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা ধারণা করছেন।

ওই গৃহবধূর পারিবারিক সুত্রে জানা যায়, আনুমানিক সময় ১২টার দিকে ঘরের মধ্যে ঘরের আড়ার সাথে শাড়ির আঁচল বেধে সে আত্মহত্যা করে। গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে জানা যায়। পরিবারের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লংগদু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আফজাল হোসেন বলেন, ভিকটিমকে মৃত অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়। যখন নিয়ে আসে তখন আমরা ভিকটিমকে মৃত দেখি এবং গলায় একটি দাগ দেখতে পাই। আমি এবং আমার সহকর্মী তা নিশ্চিত করি। পরবর্তীতে লংগদু থানা পুলিশ এসআই শাহাবুরসহ সঙ্গীয় ফোর্স এসে লাশ থানায় নিয়ে যায়।

লংগদু থানার এস আই শাহাবুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল যাই। সেখান থেকে লাশ ময়না তদন্তর জন্য থানায় নিয়ে আসি। ময়নাদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্তর রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, গৃহবধূ, ফাঁস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন