লংগদুতে গাঁজাসহ ৪ জন মাদক কারবারি আটক

রাঙ্গামাটির লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে কালাপাকুজ্জ্যা ইউনিয়ন থেকে গাঁজা পাচার কালে ৪ মাদক কারবারি আটক।
রবিবার (১৩) আগস্ট সন্ধ্যায় উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের চৌমুহনী বাজার হইতে রশিদপুর বাজার যাওয়ার পথিমধ্যে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, এস আই মশিউর, এ এস আই বাদশা বুলবুল, এ এস আই ইকবাল, এ এস আই সাঈদুর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের চৌমুহনী বাজার হইতে রশিদপুর বাজার যাওয়ার পথে জনৈক কলিম উদ্দিনের বাড়ীর সামনে থেকে মো. নাজিম উদ্দিন(৪০), মো. আমির হোসেন(২৯), মো. শাহেদ মাহমুদ শামীম(২০), মো. ওয়াসিম(৪২) কে আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নাই। এছাড়াও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। আমরা গাঁজা সহ যে আসামীদের আটক করেছি তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মাদক সহ আদালত প্রেরণ করেছি। পুলিশের পক্ষ থেকে এসকল অভিযান অব্যাহত থাকবে।