parbattanews

লংগদুতে চাঁদাবাজির সময় অস্ত্রসহ নয়ন চাকমা গ্রেফতার

সাজেক প্রতিনিধি:

লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের শিবের আগা নামক স্থান থেকে জেএসএস(মূল)‘র নয়ন চাকমা নামের চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান দল।

পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চলমান চিরুনী অভিযানে বুধবার (২৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করো হয়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানাযায় আটকৃত সন্ত্রাসী জেএসএস (মূল) এর বাঘাইছড়ি উপজেলার সশস্ত্র গ্রুপ কমান্ডার আবিস্কার বাবুর চাচাত ভাই এবং সে নিজেও জেএসএস (মূল) দলের একজন সশস্ত্র সদস্য। আটককৃত সন্ত্রাসী নয়ন চাকমা (২৫) দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে এবং পার্বত্য অঞ্চলে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।

গতকাল গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লংগদু জোনের অভিযান দল কর্তৃক চিহ্নিত এই সন্ত্রাসীকে একটি এলজি ও ০২ রাউন্ড এ্যামুনেশনসহ গ্রেফতার করা হয়। এসময় তার গায়ে জেএসএস(মূল) দলের সশস্ত্র গ্রুপের জ্যাকেট পরিহিত ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে লংগদু অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনাও করছিল মর্মে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। আসন্ন উপজেলা নির্বাচনের পূর্বে দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারের খবরে স্থানীয় জনগণের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। এজন্য তারা নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখার অহ্বান জানান।

Exit mobile version