parbattanews

লংগদুতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাঙামাটির উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

আটারকছড়া ইউপি সচিব আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু স্বাস্থ্য বিভাগের আবাসিক চিকিৎসক মো. আফজাল হোসেন, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি), লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. এখলাস মিঞা খান, ইউপি সদস্য ফারুক আহমেদ। ইউপি সচিব নাজমুল হোসেন।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version