parbattanews

লংগদুতে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা


লংগদু প্রতিনিধি:
‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭ পালন উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসান ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দিন ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদর আমিন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান।

প্রধান অতিথি মো. তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, পরিবার থেকে কন্যা শিশুরা পিচিয়ে পড়ে। পরিবারে একজন ছেলে শিশুর প্রতি যেভাবে যত্ন পায়  সেভাবে একজন কন্যা শিশু এত যত্ন পায় না। কন্যা শিশুদের ঠিকমত লেখা-পড়া করাতে হবে। মানুষের মত মানুষ করতে হবে। কন্যা শিশুদের প্রতি সজাগ থেকে যদি আমরা সত্যিকারের কাজ করি তাহলে আমাদের দেশের প্রকৃত উন্নয়ন হবে।

Exit mobile version