parbattanews

লংগদুতে দুর্গম মানিকজোড়ছড়ায় নিরাপত্তাবাহিনীর চিকিৎসাসেবা

লংগদু  প্রতিনিধি:

লংগদু উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে দরিদ্র পিড়িত ও দুর্গম এলাকা মানিকজোরছড়াতে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে ও লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ সহযোগিতায় গরীব পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রধান করা হয়েছে।

সাত নং লংগদু ইউনিয়নের মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চিকিৎসাসেবা দেন লংগদু নিরাপত্তা জোনের আরএমও ক্যাপ্টেন রুবেল আজাদ। তাকে বিশেষভাবে সহযোগিতা করেন, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার(সেকমো) ডা. অপরসীম খীসা ও সেনাজোনের মেডিকেল এসিসটেন্ট মো. নজরুল ইসলাম।

এ সময় তারা মানিকজোড়ছড়া এলাকার ৯৫জন নারী পুরুষ ও শিশুকে চিকিসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

এ ব্যাপারে লংগদু নিরাপত্তা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আ. আলিম চৌধুরী এসজিপি. পিএসসি বলেন, দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য লংগদু নিরাপত্তাজোন কাজ করে যাচ্ছে। আমাদের জোনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version