লংগদুতে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক


রাঙামাটির লংগদু উপজেলায় চার সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ (৩৮) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় চার সন্তানের জননী গতকাল ইফতারের পর তার ভাইয়ের মেয়েকে তাদের বাড়িতে পৌছে দিয়ে নিজে বাড়ির উদ্দশ্যে আসার সময় তাকে একা পেয়ে সোহাগ তার মুখ চেপে ধরে ধান ক্ষেতে ফেলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে বখাটে সোহাগ পালিয়ে যায়। সোহাগ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দিন রাতে অভিযান চালিয়ে বখাটে সোহাগকে আটক করা হয়। বর্তমানে ভিকটিম উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওসি বলেন, আটক ব্যক্তিকে রাঙামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।