লংগদুতে পিসিসিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটির লংগদু উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুন) উপজেলা পরিষদে মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ মো. আজগর আলি।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সদস্য রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল মালেক, মো: মনিরুল, সরোয়ার হোসেন ও মো: সিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদের মাঠ, লংগদু কলেজ মাঠে বৃক্ষ রোপন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এর আগে সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

















