লংগদুতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত


রাঙ্গামাটির লংগদুতে পশ্চিম সোনাই মোহাম্মাদিয়া রহমানিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ (জুন) বেলা ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে সাবেক শিক্ষার্থী আবু বকরের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষার্থী ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা মহসিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের।
এ সময় আরো বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হকসহ মাদ্রাসার শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
এসময় অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সবাই এই বিদ্যাপীঠের শিক্ষা গ্রহণকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
শেষে আবু বকরকে সভাপতি ও মাওলানা মহসিনকে সাধারণ সম্পাদক করে পশ্চিম সোনাই মোহাম্মাদিয়া রহমানিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ছাত্র সংসদ কমিটি ঘোষণা করা হয়।