লংগদুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


রাঙামাটির লংগদুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালিকা ) ফুটবল টুর্নামেন্টের-২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ জুন) সকালে লংগদু উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে মাইনীমুখ ইউপি একাদশ বনাম লংগদু ইউপি একাদশ ফাইনাল খেলায় অংশ নেয় । খেলায় উভয় পক্ষের ১-১ গোলে ড্র হলে পরবর্তীতে ট্রাইবেকার মাইনীমুখ একাদশকে ৩-৪ গোলে হারিয়ে লংগদু একাদশ চ্যাম্পিয়ন হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আকিব ওসমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ হালিম, ক্রীড়া সংস্থার সদস্য আরমান খান।
খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রপি ও মেডেল প্রদান করে গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপ্তি হয়।