parbattanews

লংগদুতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

রাঙামাটির লংগদু উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন ও ৬ জন অসহায় নারীকে কর্মসংস্থানের লক্ষে ৬টি সেলাই মেশিন, ৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী পরিচালনায় বক্তব্য দেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শুটিরা চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান। সভায় বিভিন্ন কর্মকর্তা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version