লংগদুতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির লংগদু উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিপাকে পড়েছে কৃষক ও পশু পালনকারী খামারিরা।
এসব অঞ্চলের মানুষের জনজীবন বিপাকে পড়ায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া প্লাবিত অঞ্চল পরিদর্শন করে খোঁজখবর নেন। পরে পাহাড়ি-বাঙালি দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ হতে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগণের জানমাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা বলেন, যথা সময়ে এমন মহৎ উদ্যোগ ও সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।