parbattanews

লংগদুতে বন্য শুকরের কামড়ে আহত ৩

রাঙামাটির লংগদুতে বন্য শুকরের এলোপাতাড়ি আক্রমণে ৩ জন আহত হয়েছে ।

সোমবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শওকত আকবর, পিতা: মৃত মতিউর রহমান; মো. জিয়াউল হক, পিতা: আব্দুস সবুর, ও মো. মহিন, পিতা: আমানউল্লাহ)।

এদের মধ্যে মো. মহিনকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজনকে লংগদুতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ক্ষেতে ধান কাটার সময় হঠাৎ করে পাহাড় থেকে লোকালয়ে চলে আসে একটি বন্য শুকর, দৌড়ের মধ্যে সামনে যাকে পেয়েছে কামড়িয়ে গেছে।

এলাকার আইনুল ইসলাম জানান, বন্য শুকরটি অনেক বড় ছিলো, পাহাড়িরা তাকে শিকার করার জন্য তাড়া করলে, লোকালয়ে এসে সামনে যাকে পেয়েছে কামড়িয়ে গেছে।

ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version