parbattanews

লংগদুতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

মহামানব ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ তিথি শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব রাঙামাটির লংগদুতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষু সংঘ।

শোভাযাত্রাটি লংগদু উপজেলা সদর বাইট্টাপাড়া বাজার শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মসভায় মিলিত হয়।

যমুনা তিয্য মহাথের ভান্তের সভাপতিত্বে এবং মনিশংকর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।

ধর্মসভায় দেশনা প্রদান করেন প্রধান ধর্ম দেশক পাঞ্জা দ্বীপা স্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের লংগদু শাখার আহবায়ক ভদন্ত সুগত লংকার স্থবির প্রমুখ।

ধর্মসভায় বক্তারা বলেন, মহামানব গৌতম বুদ্ধের মানবতার বার্তা সমাজে পৌঁছে দেয়ার মাধ্যমে সকল প্রকার হিংসা হানাহানি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা করাই ভিক্ষু সংঘের প্রধান কর্তব্য। ধর্মের মূল বার্তা হচ্ছে শান্তি। অহিংসা পরম ধর্ম এ দিক্ষা আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে। জাতি ধর্ম বর্ণ সকলের শান্তি ও মঙ্গলের জন্যই বুদ্ধের আদর্শকে লালন করতে হবে। বুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত হলে তবেই মানুষের মাঝে শান্তি ফিরে আসবে।

ধর্মসভা শেষে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।

Exit mobile version