parbattanews

লংগদুতে বাল্যবিবাহ প্রতিরোধে ১০জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে রাঙামাটির লংগদুতে গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া দশ জন শিক্ষার্থী পেলেন বাইসাইকেল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের নিকট বাইসাইকেল হস্তান্তর করেন।

ইউএনও প্রবীর কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ সমাজের জন্য অভিশাপ। তাই ব্যাধিকে সমাজ থেকে দূর করতে হবে। এলাকায় কোথাও বাল্যবিবাহ হলে সাথে সাথে পরিদর্শন করে প্রশাসনকে জানাবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার কে থোয়াই মারমা, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

Exit mobile version