লংগদুতে বিষপানে ১ সন্তানের জননীর আত্মহত্যা
রাঙামাটি সংবাদদাতা:
রাঙামাটির লংগদু উপজেলায় বিষপানে এক সন্তানের জননী রোজিনা বেগম (২২)নামে এক গৃহবধূর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার কালুমাঝির টিলা গ্রামে এঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোজিনা বেগম বিয়ের পর থেকে স্বামী সাগর মিয়াসহ কালুমাঝির টিলা নামক গ্রামে বাপের বাড়ীতে বসবাস করতেন।
শুক্রবার রাতে ঘরের কাজ কর্ম নিয়ে রোজিনার মা তাকে বকা-ঝকা করেন। পরের দিন শনিবার পরিবারের অন্য সদস্যরা সবাই ধান কাটার জন্য ক্ষেতে গেলে রোজিনা বেগম মায়ের সাথে অভিমান করে ঘরে রাখা ধানের বিষ পান করে।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা ক্ষেত থেকে ফিরে আসলে তখন রোজিনাকে বিষ পান করা অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
এব্যাপারে লংগদু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে থানায় কর্তব্যরত অফিসার।



















