লংগদুতে বৈ-সা-বি উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে বিশেষ সভা

fec-image

বছর ঘুরতেই আবার এসেছে বৈশাখ,পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বৈসাবি ( বৈসুক , সাংগ্রাইন এবং বিজু) শান্তিপূর্ণভাবে উৎযাপনের লক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মোরর্শেদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম, থানার তদন্ত ওসি স্বরজিৎ দেব নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী শওকত হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, ইউপি চেয়ারম্যান, ও স্থানীয় গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এসময় আসন্ন বৈসাবি উৎসব সুন্দর ও সু-শৃংঙ্খলভাবে পালনের লক্ষ্য উভয় সম্প্রদায়কে নিয়ে ইউনিয়ন ভিত্তিক একটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈসাবি যেন পরিনত হয় ভাতৃত্বের এক মিলন মেলায়। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও আইন-শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দের কাজে লাগানোসহ রাজনৈতিক নেতৃবৃন্দদেরও সচেতন থাকার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন