parbattanews

লংগদুতে ভাইস চেয়ারম্যান পদে ঝান্টু এবং আনোয়ারা বেগম নির্বাচিত

লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মীর সিরাজুল ইসলাম ঝান্টু এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আনোয়ারা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মীর সিরাজুল ইসলাম ঝান্টু পেয়েছেন ৬৩৬৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ৮৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সর্বষেশ প্রাপ্ত  ফলাফল থেকে জানা গেছে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মীর সিরাজুল ইসলাম ঝান্টু ৬৩৬৭ ভোট, মো. রকিব হোসেন ৪৬৬৪ ভোট, মো. আবু বক্কর ছিদ্দিক মামুন ৩০২৫ ভোট, মো. ইমাম হোসেন ১৭৩০ ভোট, মো. আবু বক্কর ছিদ্দিক ১৬৮৩ ভোট, সুচিত্র কুমার চাকমা পেয়েছেন ১৬২৮ ভোট এবং এস.এম হায়দার আলী ৮৩ পেয়েছেন ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম পেয়েছেন ৮৬৩৫ ভোট, ফাতেমা জিন্নাহ- ৬২৫৫ ভোট,  মমতাজ- ৩২৬৫ ভোট এবং  নুরজাহান বেগম পেয়েছেন ৫৮৭ ভোট।

উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় লংগদুতে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল বারেক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে যাওয়া এবার  পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে।

Exit mobile version