লংগদুতে সাংবাদিক মুছার মৃত্যুর এক বছর পূর্তিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


রাঙ্গামাটির লংগদুতে প্রেসক্লাবের সাবেক সভাপতি, মরহুম সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭মে (মঙ্গলবার) সকাল এগারোটায় উপজেলা হর্টিকালচার হলরুমে, লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ইঞ্জিনিয়ার সামশুল আলম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর খন্দকার মতিউর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা এখলাছ মিঞা খান, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণসভায় মরহুম ওমর ফারুক মুছার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুল্লাহ ।