লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণসামগ্রী প্রদান


রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়া টিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও জোন কমান্ডারের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের সামনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে থেকে ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০কেজি হারে চাল, খাদ্য সামগ্রী, রান্নার উপকরণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পক্ষ থেকে পরিবার প্রতি একটি করে শাড়ি বিতরণ করা হয়েছে।
এসময় লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীরাজ হায়দার চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী৷, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলী এসময় উপস্থিত ছিলেন।