parbattanews

লংগদুতে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে শাহিন আলম (১৮) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি উপজেলার বাইট্টা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। এসময় আহত হয়েছেন মো. নাছির নামের আরও এক শ্রমিক।

গতকাল রোববার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার লংগদু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়াদাম বাদুরতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে লংগদু উপজেলার মুসলিম ব্লক থেকে মাইনী পর্যন্ত সড়ক নির্মাণে মাটি ভরাটের জন্য পাশের এক ব্যক্তির মালিকানা পাহাড়ের মাটি বিক্রয় করা হয়েছে। ওই পাহাড়ের মাটি কাটতে গিয়েই মাটি চাপা পড়ে শাহিন আলম ঘটনাস্থলে মারা যান। একই সাথে মো. নাসির নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক লংগদু ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে ওসি যোগ করেন।

Exit mobile version