parbattanews

লংগদুতে যুবউন্নয়নের উদ্যোগে আইপিএস তৈরির প্রশিক্ষণ উদ্বোধন

 

লংগদু প্রতিনিধি:

কর্ম উদ্যোগী যুবকদের যাতে আর বেকারত্ব থাকতে না হয় তার জন্য লংগদু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবমূখী প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহণ করেছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে এবার আইপিএস তৈরির প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এলাকার যুবকরা প্রশিক্ষণ প্রাপ্তির শেষে আইপিএস তৈরির মাধ্যমে আর্থিকভাবে উন্নতি ঘটাতে পারবে বলে জানিয়েছেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার, লংগদু উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আইপিএস তৈরি বিষয়ক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হোসেন এসব কথা বলেছেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম। এছাড়া রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. মোস্তফা মিয়া।

এসময় মাইনীমুখ, মুসলিম ব্লক, তিনটিলা, বাইট্টাপাড়া এলাকার দেড় শতাধিক শিক্ষিত বেকার যুবক যুবতি এ প্রশিক্ষণে অংশ নেয়।

Exit mobile version