লংগদুতে রাস্তার পাশে থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

রাঙ্গামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ বাজারের পাশে মূল সড়কের কাছে এক নবজাতক ছেলে সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ইসলামাবাদ বাজারের পাশে মূল সড়কের কাছে নবজাতকের মৃত দেহ দেখতে পায় পথচারীরা। পরে স্থানীয় সূত্রে লংগদু থানাপুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তা দিয়ে বাজারে যাওয়ার পথে বাচ্ছাটিকে তারা মৃত অবস্থায় দেখতে পায়। পরে লংগদু থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নেয়। এলাকাবাসী রাকিবুল ইসলাম বলেন, রাস্তা দিয়ে আসার সময় বাচ্ছাটিকে দেখকে পাই। এতো ছোট্ট একটা নবজাতক ছেলেকে এভাবে ফেলে দেওয়া সুস্থ মানুষের কাজ হতে পারেনা।
লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নবজাতকের ছোট্ট দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনী পক্রিয়ার মাধ্যমে আসল তথ্য বের করা হবে বলে জানা যায়।