parbattanews

লংগদুতে সাম্বার হরিণ জবাই, আটক ১

রাঙামাটির লংগদু উপজেলায় সাম্বার হরিণ জবাই করে মাংস ভাগাভাগির সময় মো. সাইদুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (০৭ মার্চ) উপজেলার দুর্গম ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম বিদ্যালয়ের পিছনে নিজের বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় হরিণের ২৫ কেজি মাংস এবং চামড়া উদ্ধার করা হয়।

আটক মো. সাইদুল ইসলাম ভাসান্যদম ইউনিয়নের মৃত মো. জসিম উদ্দিনের ছেলে। পরে তাকে আটক করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মামলায় আদালতে পাঠায় বন বিভাগ

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ভাসান্যদমে সাম্বার হরিণ জবাইয়ের খবর পাওয়া গেলে সেখানে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালায়।

ডিএফও আরও বলেন, আদালতের সিন্ধান্ত মোতাবেক জব্দকৃত হরিণের মাংস এতিমখানায় বিলি করা হয় এবং চামড়াটি পুড়িয়ে ফেলা হয়েছে।

সাম্বার জাতের হরিণগুলো বর্তমানে বিলুপ্তির পথে। এ জাতের হরিণগুলো রক্ষায় সরকারের নির্দেশনা মেনে বন বিভাগ কাজ করছে।

Exit mobile version