parbattanews

লংগদুতে সেনা জোনের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ

IMG_20170416_120154----------111111111111 copy

লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সেনা জোন(জুনিয়র টাইগার্স)’র সৌজন্যে কালাপাকুজ্যা সেনামৈত্রী কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার কালাপাকুজ্যা সেনামৈত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালাপাকুজ্যা সেনামৈত্রী কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রফিকুল ইসলাম পিএসসি। বক্তব্যে তিনি বলেন, লংগদুর প্রত্যন্ত দূর্গম এলাকাগুলোতে শিক্ষার মান উন্নয়নে নিরাপত্তাবাহিনী কাজ করে যাচ্ছে। সেনা জোনের উদ্যোগে দু’টি উচ্চ বিদ্যালয়, তিনটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুদান ও শিক্ষা উপকরণ দিয়ে আসছে।

এছাড়া মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষিত বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ফলে এলাকায় পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার পরিবেশ সৃষ্টি হচ্ছে। বাড়ছে শিক্ষার হার।

স্বাগত বক্তব্য রাখেন, কালাপাকুজ্জা সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবকে ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান, কালাপাকুজ্জা গুচ্ছগ্রাম সভাপতি মো. রজব আলী, গ্রামার স্কুল, মাইনীমুখের পরিচালক মো. ওছমান গণি লিটু।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সন্তানের ভালো কিছু আশা করেন, তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। তাহলে ভালো কিছু হবে। পারিবারিক শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা।

তিনি আরও বলেন, এ স্কুলের ছাত্ররাই যেন একদিন দেশ পরিচালনার কাজে লাগে। সেই দিন আমাদের এ ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। তিনি স্কুলের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

পরে প্রধান অতিথি কিন্ডার গার্টেন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা, কলম বিতরণ করেন।

অপরদিকে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে লংগদু সেনা জোনের সৌজন্যে উপজেলার দক্ষিণ রেংকাইজ্জা উচ্চ বিদ্যালয়ে পাহাড়ীদের বিজু উৎসবে বিভিন্ন খেলাধুলার পুরষ্কার বিতরণ করা হয়।

লংগদু জোনের অধিনায়কের পক্ষে জোনের প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার বিশ্ব নাথ দাশ প্রধান অতিথি হিসেবে এ পুরষ্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুজন মিত্র চাকমা, ওয়ার্ডের মহিলা মেম্বার স্মরনিকা চাকমা উপস্থিত ছিলেন।

Exit mobile version