লংগদুতে সড়ক ও ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাঙামাটির লংগদু উপজেলায় সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছেন উপজেলার ভুক্তভোগী জনসাধারণ।
রোববার ( ২৯ জানুয়ারি) লংগদু উপজেলার ভুক্তভোগী জনসাধারণ উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স , মুসলিব্লক হতে মাইনীমুখ বাজার এবং লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক পর্যন্ত পাকারাস্তা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহ্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, বাইট্টা মটর সাইকেল সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলা ৪ টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা দ্রুত কাজ শেষ করতে হবে সেইসাথে তারা এলজিইডি অফিস ও স্থানীয় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী মার্চ মাসের পূর্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করবে বলে জানা যায়।
এছাড়াও তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি পেশ করেন।