লংগদুতে ৩ জনকে অর্থদন্ডসহ জাল ও নৌকা জব্দ

fec-image

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আরো তিনজনকে অর্থদন্ডসহ চারটি নৌকা ও জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার লংগদু উপজেলার কাট্টলী বিল (কাপ্তাই হ্রদে) এলাকায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় মৎস্য উন্নয়ন কর্পোরেশন লংগদু শখার লোকজন অভিযান চালিয়ে চারটি নৌকা ও জালসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন, আবুল হোসেন (৪৫),শহিদুল ইসলাম (৩৫) এদের দুজনের বাড়ী ভাসাইন্যাদম এলাকায়। অন্যজন হলেন মারিশ্যাচর এলাকার মোঃ সামাদ হোসেন (৩০)।

উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, হ্রদে মাছ ধরা অবস্থায় জাল ও নৌকাসহ আটককৃতদেরকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর নিকট হাজির করা হলে নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আবুল হোসেনকে তিন হাজার টাকা শহিদুল ইসলাম ও মোঃ সামাদ হোসেনকে এই দুইজনকে চার হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে তাদের কাছ থেকে আটক জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে হ্রদে মাছ ধরায় এ নিয়ে গত দুদিনে সাতজনকে অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন তথা ভ্রাম্যমান আদালত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন