লংগদুতে ৭ মার্চ দিবস উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় লংগদু জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিঞা, পিএসসির দিকনির্দেশনায় লংগদু জোনের অন্তর্গত ইয়ারাংছড়ি ক্যাম্পের আওতাধীন সেনা মৈত্রী স্কুলে স্থানীয় ১৮০ জন চিকিৎসা বঞ্চিত দুস্থ ও অসহায় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে এই চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহম্মেদ সজল। চিকিৎসাসেবার পাশাপাশি ব্লাড প্রেশার ও ডায়াবেটিসেরও পরীক্ষা করা হয়।

এসময় লংগদু জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিঞা, পিএসসি বলেন, বিভিন্ন সময় লংগদু জোন কর্তৃক বিনামূল্যে সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এধরনের কাজ অব্যাহত থাকবে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, লংগদু, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন