parbattanews

লংগদু ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

রাঙামাটির লংগদু উপজলার লংগদু সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘােষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন গত ৯ জুন প্রজ্ঞাপনে জানায়, আগামী ২৭ জুলাই লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৮ জুন রিটার্নিং কর্মকর্তার নিকট মনানয়নপত্র দাখিলের শেষ তারিখ । মনানয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই।

উপজলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, গত ১৭ মে লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু মত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।

নির্বাচন বিধিমালা অনুযায়ী শূন্য পদে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে। লংগদুতে প্রথমবার লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয় লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাে. জমির উদ্দিন জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘােষণা করা হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত ছুটির দিনসহ সকাল ৯টা থেক বিকাল ৫টা পর্যন্ত মনােনয়ন ফরম বিতরণ করা হবে।

Exit mobile version