লংগদু উপজেলায় পাশের হার ৭৯.৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে-৭ জন

fec-image

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় এসএসসি পরীক্ষা ২০২০ইং সালের ফলাফল প্রকাশিত হয়েছে। লংগদু উপজেলায় এবছর পাশের হার ৭৯.৮১ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলো ৮২২ জন। তারমধ্যে পাশ করেছে ৬৫৬ জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছ ৭ জন।

রবিবার(৩১মে), লংগদু উপেজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, উপেজলার প্রতিটি স্কুলের শিক্ষকদের হাতে এই ফলাফল চলে এসেছে। মোবাইল এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের হাতে হাতে ফলাফল পৌঁছে গেছে। অনেকেই অনলাইনেও তাদের ফলাফল সংগ্রহ করেছে।
এবার দেখা যাক স্কুল ভিত্তিক ফলাফলে কোন স্কুল কেমন করলো

লংগদু উপজেলার এসএসসি-২০২০ এর ফলাফল অনুযায়ী লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ৪৪ জন, পাশ করেছে ৩৯ জন, শতকরা ৮৮.৩৩%। লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে ৩৯ জন, পাশ করেছে ৩৪ জন, শতকরা ৮৭.১৭%। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ২৫৫ জন, এতে পাশ করেছে ২১৮জন, শতকরা ৮৫.৪৯%। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে ৭৮জন, পাশ করেছে ৬৩জন, শতকরা ৮০.৭৬%। কাট্টলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ৩৭ জন, পাশ করেছে ২৯ জন, শতকরা ৭৮.৩৭%,

ভাসান্যাদম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ৬৭ জন, পাশ করেছে ৫২জন, শতকরা ৭৭.৬১%, উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ১০৩জন, পাশ করেছে ৭৯ জন শতকরা ৭৬.৭০%, কালাপাকুজ্জ্যা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ১০৬ জন, পাশ করেছে ৭৭ জন শতকরা ৭২.৬৪%, করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ৮১ জন, পাশ করেছে ৫৭ জন, শতকরা ৭০.৩৭%, মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে ১২৮ জন, পাশ করেছে ৮৫ জন, শতকরা ৬৬.৪০%।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জিপিএ, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন