parbattanews

লংগদু থেকে জেএসএস’র ২ চাঁদাবাজ আটক

শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু’জন চাঁদাবাজকে আটক করা হয়

রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজানগর ৩৭ জোনের জওয়ানরা অভিযান চালিয়ে নগদ টাকাসহ সন্তু গ্রুফের পিসিজেএসএস’র ২ চাঁদাবাজকে আটক করেছে। শনিবার (২৭ জুলাই) রাতে লংগদু থানা সূত্রে এ সব তথ্য জানা গেছে।

আটককৃত ব্যক্তিরা হলো- বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বিল্লাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে চয়ন মণি চাকমা (৩৫) এবং একই এলাকার জান্নিমহন চাকমার ছেলে বিষন্ন চাকমা (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়- শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজানগর বিজিবি ৩৭ জোনের সুবেদার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যর জওয়ানরা লংগদু উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্তু গ্রুফের পিসিজেএসএস’র চয়ন ও বিষন্ন নামের দু’জন চাঁদাবাজকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লংগদু থানায় হস্তান্তর করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হবে।

Exit mobile version