parbattanews

লংগদু সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কীত সমন্বয় সভা

DSC08168

লংগদু প্রতিনিধি:

লংগদু উপজেলা সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কীত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সেনা জোনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান পিএসসি বলেছেন, লংগদু জোনের আওতাধীন এলাকায় আপনাদের সহযোগিতা নিয়ে নয় মাস দায়িত্ব থাকা কালিন সময়ে প্রাণপন চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখার। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি প্রশিক্ষণের জন্য যাচ্ছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমাকে যেভাবে আপনারা সহয়োগিতা করেছেন অনুরূপ ভাবে নবাগত সিও সাহেবকেও আপনারা অনুরূপ ভাবে সহযোগিতা করবেন। এলাকার সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে উন্নয়নে সকলকে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি আহবান জানান।

জোনের সমন্বয় সভায় উপজেলা বিভিন্ন বিভাগী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ক্যাম্প কমান্ডার, থানার প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

অনু্ষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত জোন কমান্ডার মেজর আ. আলীম চৌধুরী জোনের উপ-অধিনায়ক মেজর মো. গোলাম আজম, লংগদু উপজেলা পরিষদের চেয়রম্যান মো. তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, লংগদু ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, মাইনীমুখ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা চৌধুরী, লংগদু থানার এসআই মো. জাকির হোসেন, কুলিন মিত্র চাকমা হেডম্যান, জেএসএস’র লংগদু সেক্রেটারী মনিশংকর চাকমা।

সভা শেষে জোনের পক্ষ থেকে বিদায়ী জোন কমান্ডারকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

Exit mobile version