পাহাড়ের সেনা সদস্যদের সাথে সেনা প্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের দুর্গম বামে লংগদু ক্যাম্প পরিদর্শন করেছেন।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে জোন পরিদর্শনকালে সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
হেলিকপ্টারযোগে সেনা প্রধান লংগদু জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
পরিদর্শনকালে বাহিনী প্রধান সেনা সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় সেনা প্রধান দুর্গম পাহাড়ে সেনা সদস্যদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন।
সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদে পাহাড়ে ছুটে আসেন বলে জানান সেনা প্রধান।
এ সময় সেনা প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীর সদস্যরা কতো কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। পবিত্র ঈদের দিনে তাদের পবিরার পরিজন ছেড়ে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেবা দিয়ে যাচ্ছে। ঈদের এই দিনে তাদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমিও খুবই আনন্দিত। তিনি আরও বলেন, আমি তাদের সাথে কথা বলেছি। পবিত্র ঈদের এই দিনে তাদের সাথে এসে ঈদ আনন্দ উদযাপন করায় তারাও খুবই খুশী।
নিউজটি ভিডিওতে দেখুন: