লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাত ফেরীতে লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জান্নাতুল ফেরদৌস, জোনের অন্যান্য অফিসার, ব্ইান্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

পরে স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে লক্ষীছড়ি জোনের উদ্যোগে বুধবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তৃতা, চিত্রাঙ্কণ, কবিতা আবৃতি এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. জান্নাতুল ফেরদৌস।

এসময় জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মাহবুব, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রেজা, জোন কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন অভিজিত, লে. মারুফ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন