লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক বিশেষ অভিযানে অবৈধ কাঠ উদ্ধার

fec-image

শুক্রবার (২৮ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন শিলাছড়ি এবং বাইন্যাছড়া ক্যাম্পের আওতাধীন মংলা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, পৃথক দুইটি অভিযানে আনুমানিক দুইশো সিএফটি সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। উক্ত সময়ে অবৈধ কাঠের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে কাঠগুলো লক্ষীছড়ি বন বিভাগ এর প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

এই বিষয়ে লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি বলেন, পাহাড়ে এই ধরনের অবৈধ কাঠ পাচার বন্ধ করতে এবং অবৈধ কাঠ পাচারকারীদের গ্রেফতারে আমাদের জোন কর্তৃক পরিচালিত অভিযান আরও জোরদার করা হবে। ধারণা করা হয় যে, এই সকল অবৈধ কাঠ বিক্রয়লব্দ অর্থ ইউপিডিএফ সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীদের অর্থ জোগানের অন্যতম উৎস হিসাবে ব্যবহৃত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন