parbattanews

লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম নয়াবাজার ও ইন্দ্রসিংপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

সেনাবাহিনী দুর্গম এলাকায় অসহায়দের পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী

করোনা মোকাবেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রেখেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন। জোন কতৃক চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় রবিবার (৯ মে) জোনের ইন্দ্রসিংপাড়া ও নয়াবাজার ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের সদস্যরা।

দুর্গম ইন্দ্রসিংপাড়া ক্যাম্পের সদস্যরা সকালে টহল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। এছাড়াও নয়াবাজার ক্যাম্পের সদস্যরা ক্যাম্প এলাকার বেশ কিছু অসহায় পরিবারের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে।

Exit mobile version