parbattanews

লক্ষীছড়ি সেনা জোনের গণহত্যা দিবস পালন

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নস্থ লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষীছড়ি জোন কমান্ডার ও অত্র বিদ্যালয়ের সভাপতি লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি।

তিঁনি বলেন, ঐ দিন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে, এদেশের নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালিদের উপর কাপুরুষের মত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। ঐদিন তারা আমাদের শুধু হত্যাই করতে চায়নি, আমাদের বাঙ্গালি জাতিসত্তাকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়েই অপারেশনে নেমেছিলো।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুর রহিম। এছাড়া অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল আলম, মুক্তযোদ্ধা অনিল কান্তি মহাজনসহ আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম বলেন, যখন জানতে পারলাম ২৫ মার্চ ভয়াল রাতে আমার নিরীহ ভাইবোনের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তখনই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করি এবং যুদ্ধে চলে যাই।

এছাড়াও অনলাইন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন প্রবীণ ব্যক্তি এবং একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Exit mobile version